Posts

Showing posts from August, 2021

Mujhe Map Karna

Image
জানি অনেক কষ্ট দিচ্ছি তোমাদেরকে। ক্ষমা করে দিও জন্মদাতত্রী।  আমায় বাঁচতে হবে ৬০ বছর, তাই তো এতো যন্ত্রনা দিচ্ছি।  চোখ থেকে কখন যে জল নেমে এসেছে বুঝতেই পারিনি। "শপথ করছি বাপি , এই মুহূর্ত থেকেই এই বান্ডা তোমার সেবায় কোনও আটক করবেনা। তুমি যা বলবে অক্ষরে অক্ষরে পালন করবে। নিজের জীবনের নিজত্ত্ব বজায় রেখেই তোমার সেবা করবো।"

Biprodas By Aparna Bonu

Image
 

Class 6 Model Activity Task Science Part 5- রক্তের কাজ কী কী?

Image
Class 6 Model Activity Task Science Part 5 –  রক্তের কাজ কী কী? Model Activity Task Class 6 Sub:- Science Part 5 Class 6 Model Activity Task Science Part 5 ১. ঠিক উত্তর নির্বাচন করো : ১.১ হেমাটাইট যে ধাতুর আকরিক তা হলো – (ক) সোনা (খ) তামা (গ) লোহা (ঘ) অ্যালুমিনিয়াম। উত্তর:  (গ) লোহা ১.২ আয়তন পরিমাপের একক হলো– (খ) সেন্টিমিটার (গ) বর্গ সেন্টিমিটার (ঘ) ঘন সেন্টিমিটার। উত্তর:  (ঘ) ঘন সেন্টিমিটার। ১.৩ অবিশুদ্ধ রক্ত হলো – (ক) যে রক্তে কেবল CO 2  থাকে (খ) যে রক্তে O 2  -এর তুলনায় CO2 2  বেশি থাকে (গ) যে রক্তে কেবল O2 থাকে (ঘ) যে রক্তে CO 2  -এর তুলনায় O 2  বেশি থাকে। উত্তর:  (খ) যে রক্তে O 2 -এর তুলনায় CO 2  বেশি থাকে ২. সংক্ষিপ্ত উত্তর দাও : ২.১ SI পদ্ধতিতে বলের একক কী? উত্তর:  SI পদ্ধতিতে বলের একক নিউটন। ২.২ জলের গভীরে গেলে তরলের চাপ কীভাবে পরিবর্তিত হয়? উত্তর:  তরলের চাপ তরলের গভীরতার সাথে সমানুপাতিক কোথায় যত গভীরে গেলে চাপ ততো বাড়বে। ২.৩ মানবদেহের কোথায় অচল অস্থিসন্ধি দেখা যায়? উত্তর:  মানবদেহের মাথার করোটিতে অচল অস্থিসন্ধি দেখা যায়। ৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ৩.১  0.09

Model Activity task 2021(August) Class 6 Geography ( Part-5) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ | আগস্ট ষষ্ঠ শ্রেণী ( পার্ট -৫) পরিবেশ ও ভূগোল

Model  Activity task 2021( August ) Class 6 Geography ( Part-5) মডেল   অ্যাক্টিভিটি   টাস্ক   ২০২১  |  আগস্ট ষষ্ঠ শ্রেণী   ( পার্ট -৫) পরিবেশ   ও    ভূগোল   ১ .  বিকল্পগুলি    থেকে    ঠিক    উত্তরটি    নির্বাচন    করে    লেখো  : ১ . ১    সূর্যের    অতিবেগুনি    রশ্মির    ক্ষতিকর    প্রভাব    থেকে    জীবকূলকে    রক্ষাকারী    ওজোন    স্তর    আছে।   (ক) ট্রপোস্ফিয়ারে ( খ )  স্ট্র্যাটোস্ফিয়ারে (গ) আয়নোস্ফিয়ারে (ঘ) এক্সোস্ফিয়ারে ১ . ২    আন্টার্কটিকার    একটি    স্বাভাবিক    উদ্ভিদ    হলো ক) পাইন (খ)  শাল ( গ )  মস (ঘ) সেগুন ১ . ৩    ভারতের    মরু    অঞ্চলের    মাটির    অন্যতম    প্রধান    বৈশিষ্ট্য    হলো  – (ক)  মাটির  জলধারণ  ক্ষমতা  বেশি (খ) মাটিতে  লোহার  পরিমাণ  বেশি ( গ )   মাটির    জলধারণ    ক্ষমতা    কম (ঘ) মাটিতে  জৈব  পদার্থের  পরিমাণ  বেশি ২ .   শূন্যস্থান    পুরণ    করোঃ ২.১  সমুদ্রের  কাছাকাছি  অঞ্চলের  জলবায়ু   সমভাবাপন্ন     প্রকৃতির  হয়। ২.২  নির্দিষ্ট  ঋতুতে  যে  গাছের  পাতা  ঝরে  পড়ে  তাকে  পর্ণমোচী   উদ্ভিদ  বলে। ২.৩  সাধারণত  শীতকালে  শীতল  অঞ্চল  থেকে  যে  পাখি

[2ND SERIES] Class 6 History Activity Task 2021 Part 5 Question with Answer - ষষ্ঠ শ্রেণি ইতিহাস অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ পর্ব ৫ (দ্বিতীয় সিরিজ) প্রশ্ন ও উত্তরসহ

Image
মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ঠ শ্রেণি ইতিহাস পর্ব ৫ ১. বেমানান শব্দটি বেছে লেখো : ১.১ সংহিতা, মহাকাব্য, আরণ্যক, উপনিষদ উত্তর : মহাকাব্য ১.২ ব্রহ্মচার্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, ব্রাহ্মন উত্তর : ব্রাহ্মন ১.৩ বিদথ, সভা, সমিতি, রত্নিন উত্তর : রত্নিন ২. সত্য বা মিথ্যা নির্ণয় করো : ২.১ দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অস্মক। উত্তর : সত্য ২.২ চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে বৌদ্ধ হয়ে যান। উত্তর : মিথ্যা ২.৩ বিনয়পিটক গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশের আলোচনা। উত্তর : মিথ্যা ৩. একটি বা দুটি বাক্যে লেখো : ৩.১ বেদের আরেক নাম শ্রুতি কেন? উত্তর :  বৈদিক সাহিত্য মূলত শুনে শুনে মনে রাখতে হত। তাই বেদের আরেক নাম শুতি। ৩.২ জনপদ কী? উত্তর : সাধারণ মানুষ বারবার জনগণ যেখানে বাস করত তাকে বলা হতো জনপদ অর্থাৎ জনগণ যেখানে সেটাই জনপদ। ৪. নিজের ভাষায় লেখো (৩ - ৪ টি বাক্যে) বৈদিক যুগের ব্যবসা বাণিজ্য কেমন ছিল? উত্তর :  বৈদিক যুগের কৃষি অর্থনীতির পাশাপাশি ব্যবসা বাণিজ্য গুরুত্বপূর্ণ ছিল। তবে আদি বৈদিক যুগে কৃষিজ উৎপাদন ছিল না বলে সেই সময় ব্যবসা-বাণিজ্যের প্রচলন তত বেশি ছিল না, সরাসরি সমুদ্র বাণিজ্যের কোন কথার উল্লেখ

Class 6 Mathematics Model Activity Task part 5 | ষষ্ঠ শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি পার্ট 5 | New Class VI Mathematics August 2021 part 5 model activity

Image
Class 6 Mathematics Model Activity Task part 5 ষষ্ঠ শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি  পার্ট 5 নিচের প্রশ্নগুলির উত্তর লেখ : 1. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs) (i) (0.3 × 0.5) – এর গুনফলে দশমিক বিন্দু বসবে ডানদিক থেকে (a) 1ঘর আগে  (b) 2 ঘর আগে   (c)  3 ঘর আগে   (d) 4ঘর আগে   উত্তরঃ (b) 2 ঘর আগে  । (ii) 1.8 মিটার = (a) 1800 সেন্টিমিটার  (b) 180 সেন্টিমিটার  (c)  18 সেন্টিমিটার  (d) 18000 সেন্টিমিটার   উত্তরঃ (b) 180 সেন্টিমিটার  । (ii) 10%  মানে (a) শতকরা 100  (b)  100 10 100 10   (c)  প্রতি 100 – এর জন্য 10  (d) শতকরা 10% উত্তরঃ (d) শতকরা 10% । (ii) নিচের কোনটি আয়তঘন নয় ? (a) ইট  (b) ছক্কা  (c) বই   (d) বোতল উত্তরঃ (d) বোতল । 2. সত্য / মিথ্যা লেখ (T/F) : (a) -2.1 একটি ঋণাত্মক পূর্ণসংখ্যা । উত্তরঃ মিথ্যা (F) (b) পরিবারের সদস্য সংখ্যা পরিবারের সংখ্যা 3 | | 4 | | | | | 4 জন সদস্যযুক্ত পরিবারের সংখ্যা 5  । উত্তরঃ সত্য (T) (c) A (ঘনবস্তু) B (ভূমি) পঞ্চভূজাকার ষড়ভুজাকার ত্রিভুজাকার চতুর্ভুজাকার AB , CD এবং EF সরলরেখাংশ তিনটি সমবিন্দু। উত্তরঃ মিথ্যা (F)  (d) আয়তকার চিত্রটির পরিসীমা 12 সেমি । উত