Model Activity task 2021( August ) Class 6 Geography ( Part-5) মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ | আগস্ট ষষ্ঠ শ্রেণী ( পার্ট -৫) পরিবেশ ও ভূগোল ১ . বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১ . ১ সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবকূলকে রক্ষাকারী ওজোন স্তর আছে। (ক) ট্রপোস্ফিয়ারে ( খ ) স্ট্র্যাটোস্ফিয়ারে (গ) আয়নোস্ফিয়ারে (ঘ) এক্সোস্ফিয়ারে ১ . ২ আন্টার্কটিকার একটি স্বাভাবিক উদ্ভিদ হলো ক) পাইন (খ) শাল ( গ ) মস (ঘ) সেগুন ১ . ৩ ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো ...
মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ঠ শ্রেণি ইতিহাস পর্ব ৫ ১. বেমানান শব্দটি বেছে লেখো : ১.১ সংহিতা, মহাকাব্য, আরণ্যক, উপনিষদ উত্তর : মহাকাব্য ১.২ ব্রহ্মচার্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, ব্রাহ্মন উত্তর : ব্রাহ্মন ১.৩ বিদথ, সভা, সমিতি, রত্নিন উত্তর : রত্নিন ২. সত্য বা মিথ্যা নির্ণয় করো : ২.১ দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অস্মক। উত্তর : সত্য ২.২ চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে বৌদ্ধ হয়ে যান। উত্তর : মিথ্যা ২.৩ বিনয়পিটক গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশের আলোচনা। উত্তর : মিথ্যা ৩. একটি বা দুটি বাক্যে লেখো : ৩.১ বেদের আরেক নাম শ্রুতি কেন? উত্তর : বৈদিক সাহিত্য মূলত শুনে শুনে মনে রাখতে হত। তাই বেদের আরেক নাম শুতি। ৩.২ জনপদ কী? উত্তর : সাধারণ মানুষ বারবার জনগণ যেখানে বাস করত তাকে বলা হতো জনপদ অর্থাৎ জনগণ যেখানে সেটাই জনপদ। ৪. নিজের ভাষায় লেখো (৩ - ৪ টি বাক্যে) বৈদিক যুগের ব্যবসা বাণিজ্য কেমন ছিল? উত্তর : বৈদিক যুগের কৃষি অর্থনীতির পাশাপাশি ব্যবসা বাণিজ্য গুরুত্বপূর্ণ ছিল। তবে আদি বৈদিক যুগে কৃষিজ উৎপাদন ছিল না বলে সেই সময় ব্যবসা-বাণিজ্যের প্রচলন তত বেশি ছিল না, ...
Comments
Post a Comment